বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২, ০০:০০

স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্মোৎসব পালনকল্পে প্রস্ততিমূলক সভা
স্টাফ রিপোর্টার ॥

প্রতিবছরের ন্যায় যথাযোগ্য মর্যাদায় অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীস্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্মোৎসব উদযাপনে ব্যাপক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনে গত ১৬ ডিসেম্বর শুক্রবার শ্রীশ্রীস্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে সাপ্তাহিক প্রার্থনা সভা শেষে উৎসব উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদ ‘চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্ট’ এবং ‘বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনে’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের সহ-সভাপতি অরুণ কুমার ঘোষ। সভার শুরুতে উৎসবের সার্বিক করণীয় সম্পর্কে স্বাগত ভাষণ দেন আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সহ-সভাপতি তাপস কান্তি সরকার, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাসসহ আশ্রম পরিচালনা পরিষদের সদস্য অধ্যাপক রাধেশ্যাম কুরী, দুলাল চন্দ্র দাস, রঞ্জিত সাহা, গৌতম সাহা, অঞ্জন দাস, মানিক রায়, অনুপ দাস, সঞ্জয় ভৌমিক, প্রণব সাহা, মৃদুল কান্তি দাস, মানিক দাস মঙ্গল, সুকুমার রায়, বিশ্বজিৎ ভৌমিক, শিবু দাস, শম্ভুনাথ দাস, পলাশ চন্দ্র ভৌমিক, পরমেশ্বর ত্রিপুরা, সুপর্ণা সরকার, মমতা দাস, পূর্ণিমা দাস প্রমুখ।

সভায় ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিগত দিনে হয়ে আসা নির্ধারিত তারিখ আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর সোম ও মঙ্গলবার দুইদিনব্যাপী জন্মোৎসব উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ২৬ ডিসেম্বরের কর্মসূচিতে রয়েছে : আশ্রম প্রাঙ্গণে ভোর ৫টায় আরতি কীর্ত্তন ও অঞ্জলি প্রদান, সাড়ে ৫টায় হরিওঁ কীর্ত্তন সহযোগে নগর পরিক্রমা, সকাল ১১টায় প্রেমধ্বনি, শঙ্খধ্বনি, ও উলুধ্বনি সহকারে শ্রীবিগ্রহ ও শ্রীশ্রী বাবামনির প্রতিচ্ছবি স্থাপন, বিকেল ৪ টায় নীরব নাম জপ যজ্ঞ ও ব্রহ্মগায়ত্রী গীত ও হরিওঁ কীর্ত্তন, বিকেল ৫টায় নারীর সতীর্থ রক্ষায় শ্রীশ্রীস্বরূপানন্দের ভূমিকা সম্পর্কে আলোচনা সভা, সন্ধ্যা সাড়ে ৬টায় অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীস্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মোৎসবের অধিবাস দিবসের শ্রীশ্রী সমবেত উপাসনা ও রাত ৮টায় স্বরূপানন্দ সংগীতানুষ্ঠান। উৎসবের দ্বিতীয় দিন ২৭ ডিসেম্বরের কর্মসূচিতে রয়েছে : ভোর ৬টায় উষা কীর্ত্তনাঞ্জলী ও হরিওঁ কীর্ত্তন, সকাল ৮টায় নবীন যুগের নববেদ শ্রীশ্রী অখণ্ড সংহিতা পাঠ, সাড়ে ৮টায় অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীস্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ আবির্ভাব দিবসের বিশেষ সমবেত উপাসনা, সকাল সাড়ে ১০টায় হরিওঁ কীর্ত্তন সহযোগে নগর পরিক্রমা (সম্প্রীতি র‌্যালি), দুপুর ১২ টায় চরিত্রগঠন আন্দোলন শীর্ষক ধর্মীয় সভা, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ ও হরিওঁ কীর্ত্তন, সন্ধ্যা সাড়ে ৬টায় শান্তিবাচনের মাধ্যমে দুদিনব্যাপী জন্মোৎসবের শুভ সমাপ্তি।

জন্মোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছেন আশ্রম পরিচালনা পরিষদ। সভায় আগামী ২০২৩ সালের ১ জানুয়ারি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রবর্তিত চরিত্রগঠন আন্দোলন দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এদিন সকাল ৭টায় চাঁদপুর শহরস্থ ঘোড়ামারা মাঠে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৯টায় অযাচক আশ্রম হতে র‌্যালিসহ চাঁদপুর অঙ্গীকারের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১১টায় আশ্রম প্রাঙ্গণে চরিত্রগঠন আন্দোলন দিবসের আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

মহান বিজয় দিবসের দিন সমবেত উপাসনার পূর্বে সকাল পৌনে ৭টায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মরণে চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের পক্ষ থেকে ভক্ত অনুরাগীগণ সমবেত হয়ে হরিওঁ কীর্তন সহযোগে অঙ্গীকার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়