বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২, ০০:০০

পারমার্থিক শান্তিলাভে আমাদেরকে সৎ কর্মের সাথে যুক্ত থাকতে হবে
স্টাফ রিপোর্টার ॥

আন্তজার্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারু চরণ দাস ব্রহ্মচারী জেলায় অবস্থানরত ইসকনের মন্দিরসমূহ পরিদর্শনে একদিনের সফরে গত ১৭ ডিসেম্বর শনিবার চাঁদপুর আসেন। তিনি চাঁদপুর পৌঁছলে ইসকন চাঁদপুর জেলা সভাপতি জগদানন্দ পণ্ডিত দাসসহ সমবেত ভক্তবৃন্দ তাকে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিন তিনি মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল শ্রীশ্রী গৌরনিতাই মন্দির প্রদর্শনপূর্বক সমবেত ভক্তদের সাথে মতবিনিময় করেন। পরে সেখান থেকে তিনি হাজীগঞ্জ উপজেলার উচ্চঙ্গা রাধাকৃষ্ণ মন্দির প্রদর্শন করেন। সেখানে পৌঁছলে হাজারো ভক্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে হরিনাম কীর্ত্তন সহযোগে তাকে মন্দিরে নিয়ে আসেন এবং ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে তাঁকে অভিনন্দন জানান। উচ্চঙ্গা মন্দিরে তিনি ভক্তদের মাঝে শ্রীমদ্ভাগবত প্রবচন পূর্বক প্রসাদ গ্রহণ করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর পুরানবাজার ঘোষপাড়াস্থ শ্রীশ্রী গোবিন্দ মন্দিরে পৌঁছলে শত শত ভক্ত তাঁকে বৈষ্ণবীয় শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারা তাঁকে হরিনাম কীর্ত্তনের মধ্য দিয়ে গোবিন্দ মন্দিরে নিয়ে আসেন। এ সময় ভক্তরা নেচে-গেয়ে তাদের ধর্মীয় ভাবাবেগ প্রকাশ করেন।

তিনি ভক্তদের মাঝে গৌরকথা প্রকাশকালে বলেন, আমরা মায়াময় পৃথিবীতে এসে ভুলে যাই ঈশ্বরের কথা। মনে হয় আমিই সব, সবই আমার, কিন্তু তা নয়। আমাকে সবসময় মনে রাখতে হবে যা কিছু অর্জন বা আছে তা এই পৃথিবী থেকেই পেয়েছি, আবার তা এই পৃথিবীতে রেখেই বিদায় নিতে হবে। আমরা ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারি না বলেই পারমার্থিক এ পৃথিবীতে আমাদের সহায় সম্পদ থেকেও আমরা অশান্তি ভোগ করছি। এ অশান্তি থেকে মুক্তি পেতে আমাকে ঈশ্বর-চিন্তা করতে হবে। ঈশ্বরের নিকট নিজেকে অর্পণ করতে হবে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে। সকল ধর্মেই মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। বলা হয়েছে সৎ পথে থেকে সৎকর্ম দ্বারা নিজের জীবিকা অর্জনের জন্য। কিন্তু আমরা অধিক লোভের কারণে তা ভুলে গিয়ে ভুল পথে পরিচালিত হয়ে মানসিক অশান্তি ভোগ করছি। পারমার্থিক শান্তি লাভে আমাদেরকে সৎ পথে যুক্ত থাকতে হবে।

তিনি চাঁদপুর শহরের পুরাণবাজার রামদাসদী রোডের মৈশালবাড়ি সংলগ্ন ইসকনের ক্রয়কৃত স্থান পরিদর্শন করেন এবং এ স্থানে ইসকন কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের কথা বলেন। এ সময় ইসকনের সভাপতি ও গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ জগদানন্দ পণ্ডিত দাস, গোবিন্দ মন্দিরের নবনির্বাচিত সহ-সভাপতি নিতাই ভগবান দাস, রত্নেশ্বর গৌর হরিদাস, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ, যুগ্ম সম্পাদক সিদ্ধ গৌরহরি দাস, দীপক কর্মকার, কোষাধ্যক্ষ নিরঞ্জন হরিদাস, যুগ্ম কোষাধ্যক্ষ গৌরাঙ্গ মাধব দাস, বনমালী চৈতন্য দাস, সদস্য অনাদী নিতাই কৃপা দাস, পবিত্র জনার্দ্দন দাস, সুরপতি দাস, দুলাল মণ্ডল, কাঞ্চন গোবিন্দ দাস, ভক্তি বেদান্ত গীতা একাডেমীর পরিচালক নিতাই দয়াল করুণা দাস, শিক্ষক শূরপতি দাস প্রমুখ।

এদিন সকালে ইসকনের পরিচালনায় পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় সহ ৯টি কেন্দ্রে একযোগে গীতা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পুরস্কার প্রদান করা হবে বলে জানান ইসকন জেলা সভাপতি জগদানন্দ পণ্ডিত দাস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়