প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২, ০০:০০
![কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা](/assets/news_photos/2022/11/27/image-26492.jpeg)
কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ২০২২ গতকাল শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ, সাচার উচ্চ বিদ্যালয়, পালাখাল উচ্চ বিদ্যালয়, গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ ও রহিমানগর বিবি উচ্চ বিদ্যালয় এ পাঁচটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর উপজেলার ৭০টি কিন্ডারগার্টেন থেকে বিভিন্ন শ্রেণিতে মোট ১৮শ’ ৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। শ্রেণিভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে প্রথম শ্রেণীর ৪শ’ ৩৩ জন, দ্বিতীয় শ্রেণীর ৪শ’ ৮ জন, তৃতীয় শ্রেণীর ৩শ’ ৪৭ জন, চতৃর্থ শ্রেণীর ৩শ’ ১৬ জন ও পঞ্চম শ্রেণীর ৩শ’ ৪৮ জন।