মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ০০:০০

শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৪তম আবির্ভাব দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার ॥

ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে গতকাল ২৫ নভেম্বর শুক্রবার চাঁদপুর পুরাণবাজার শ্রীশ্রী গীতা মন্দির প্রাঙ্গণে যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৪তম আবির্ভাব দিবস উদযাপিত হয়েছে। দিবসটিকে কেন্দ্র করে এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত, শিষ্য, অনুরাগীসহ ব্যাপক সমাবেশ পরিলক্ষিত হয়। দিবসের সকালে ভক্তগণ সমবেত হয়ে উৎসবমুখর পরিবেশে জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ধ্যান, দেশ ও জাতির কল্যাণ কামনায় সমবেত প্রার্থনা করেন। প্রার্থনা শেষে সন্ধ্যা অবধি চণ্ডী পাঠ, গীতা পাঠ, মাঙ্গলিক অনুষ্ঠানসহ মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শ্রীশ্রী চণ্ডী পাঠ করেন পাঠক নিতাই চন্দ্র দে, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন ভজ কৃষ্ণ সরকার।

অনুষ্ঠানে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও জীবনদীপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র সাহা, যুগ্ম সমাজকল্যাণ সম্পাদক লিটন মজুমদার, কুণ্ডের বাড়ি দুর্গা মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক স্বপন গোপ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ভাষান ঘোষসহ বিভিন্ন মন্দির ও সুধীজনের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়।

শান্তিপূর্ণভাবে আবির্ভাব উৎসব সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশপূর্বক আগামীদিনে অনুষ্ঠিতব্য মন্দিরের সকল অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন শ্রীশ্রী গীতা মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি বিবেকলাল মজুমদার, সহ-সভাপতি কেশবলাল মজুমদার, সাধারণ সম্পাদক হরিভূষণ (হরি), যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ মজুমদার, উপদেষ্টা গোপাল চন্দ্র দে, জয়দেব মাস্টারসহ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানকে ঘিরে অনুষ্ঠানস্থলে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়