প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ০০:০০
অটোবাইকের ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়েছেন চাঁদপুর রেলওয়ে আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন। তিনি গতকাল ২৩ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৯টায় তার নিজ কর্মস্থল আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে যাওয়ার জন্য চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় তিনি কিছু বুঝে উঠার আগেই হঠাৎ করে বেপরোয়া গতিতে আসা একটি যাত্রীবাহী অটোবাইক তাকে ধাক্কা মারে। তিনি ধাক্কা সামলাতে না পেরে ছিটকে রাস্তার পাশে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন। এমতাবস্থায় অটোতে থাকা অপর এক যাত্রীও রাস্তার পাশে পড়ে যান। গোফরান হোসেনের অবস্থা খারাপ হওয়ায় তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দিতে হয়। তিনি জানান, আল্লাহতালার অশেষ রহমতে হয়তো বড় কোনো দুর্ঘটনার শিকার হইনি। তবে যদি রাস্তার উপরে পড়ে যেতাম, তাহলে হয়তো ব্যস্ততম শহরের অনবরত গাড়ি চলাচলের কারণে গাড়ির তলে পড়ে মারাত্মকভাবে বড় দুর্ঘটনাসহ আমার জীবননাশের সম্ভবনাও ছিল। তিনি আক্ষেপ করে বলেন, প্রতিদিনই বেপরোয়া গতিতে অটোবাইক চলাচল করার কারণে কম-বেশি দুর্ঘটনা ঘটছে। অথচ এদের ব্যাপারে কেউ কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না। আদৌ এদের নিয়ন্ত্রণ কার হাতে ? অটোবাইক চালকদের কি দেখার কেউ নেই ?