মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ০০:০০

বিশ্ব দরবারে প্রযুক্তির নেতৃত্ব দিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
ফরিদগঞ্জ ব্যুরো ॥

‘বিদ্যুৎ ও পানির অপচয় রোধ’ প্রতিপাদ্যে ফরিদগঞ্জে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর তত্ত্বাবধানে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার (২৩ নভেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ মেলা অনুষ্ঠিত হয়। সুখী-সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পরিকল্পনা নিয়ে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও মাদ্রাসার সমন্বয়ে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান এ মেলাতে স্টল দিয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেছে।

মেলাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক দিকনির্দেশনায় প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবন ও সেবা তৈরির মাধ্যমে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রায় ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিনিয়ত প্রযুক্তির উন্নয়নের সাথে নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ব দরবারে প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্ব দিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপ্রধানে ও একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন, সাবেক সভাপতি ও আলোকিত ফরিদগঞ্জ-এর সম্পাদক ও প্রকাশক নুরুন্নবী নোমান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়