প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২, ০০:০০
![ফরিদগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের কমিটি গঠন](/assets/news_photos/2022/11/15/image-26003.jpg)
ফরিদগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান খান ও সাধারণ সম্পাদক মোঃ আঃ কুদ্দুছ খান। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেনকে মনোনীত করা হয়েছে।
গত ৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে এই কমিটি ফরিদগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।