প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২, ০০:০০
![বিএনপি নেতা শাহাদাত হাওলাদার আটক](/assets/news_photos/2022/11/14/image-25965.jpg)
চাঁদপুর শহরের প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র পালবাজারে মাদক সেবন করে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, ক্রেতা ও ব্যবসায়ীর ওপর হামলা করার দায়ে ব্যবসায়ীদের অভিযোগে ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন হাওলাদার (৪৮)কে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, শাহাদাত হোসেন হাওলাদার চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার হাওলাদার বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মৃত কুদ্দুছ হাওলাদার। তিনি চাঁদপুর পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
গত ১২ নভেম্বর শনিবার রাতে শাহাদাত হাওলাদার মদপান করে পালবাজারে ঢুকে বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালান ও ভাংচুর করেন। শুধু তাই নয়, এ সময় তার এই অন্যায়ের প্রতিবাদ করায় তিনি মাতাল হয়ে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের উপরও আক্রমণ করেন।
এ অবস্থায় পালবাজারের ব্যবসায়ীরা বিষয়টি তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদকে অবগত করলে তার নির্দেশে নতুনবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ শাহাদাত হোসেন হাওলাদারকে গ্রেফতার করে চাঁদপুর মডেল থানায় নিয়ে যান। সেখান থেকে সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে কর্মরত চিকিৎসকের মাধ্যমে মাদক সেবনের আলামত সংগ্রহ করে তাকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়।
পালবাজারের ব্যবসায়ীদের অভিযোগ, অভিযুক্ত শাহাদাত হাওলাদার প্রায়ই মদ্যপ অবস্থায় বাজারে প্রবেশ নানা অপকর্ম করে এবং বাজারের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেন। পাশাপাশি বাজারে আগত ক্রেতা ও বাজারের ব্যবসায়ীদের ওপর হামলা করেন।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, বাজারের ব্যবসায়ীদের অভিযোগে তাকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।