প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২, ০০:০০
![চাঁদপুর শিল্পী কল্যাণ সংস্থা গঠিত](/assets/news_photos/2022/11/14/image-25964.jpg)
গত ৬ নভেম্বর রোববার সন্ধ্যা ৬টায় সাহিত্য একাডেমী, চাঁদপুরে স্থানীয় শিল্পীদের মতবিনিময় সভার মাধ্যমে চাঁদপুর শিল্পী কল্যাণ সংস্থা নামে একটি সংগঠন গঠন করা হয়েছে। উদ্যোক্তারা জানান, সংগঠনটির সদস্য স্থানীয় শিল্পীদের কল্যাণে কাজ করবে। সংগঠনটির উপদেষ্টা হিসেবে সংগঠক শহীদ পাটোয়ারী, তপন সরকার, হারুন আল রশীদ, রূপালী চম্পক, শরীফ চৌধুরী, অনিমা সেন চৌধুরী ও রুমা সরকারকে মনোনীত করা হয়। আর আহ্বায়ক হিসেবে চিত্রশিল্পী অজিত দত্ত, যুগ্ম আহ্বায়ক হিসেবে মৃণাল সরকার ও পিএম বিল্লাল, সদস্য সচিব হিসেবে এমআর ইসলাম বাবু, যুগ্ম সচিব হিসেবে মাসুদ দেওয়ান, সদস্য হিসেবে কৃষ্ণা সরকার, বীরেন সাহা, জসিম মেহেদী, সোমা দত্ত, মোঃ আলমগীর, নুরে আলম নয়নকে মনোনীত করা হয়।