প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২, ০০:০০
হাইমচরের ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ইউসুফ যুবায়ের (শিমুল) চোকদারের প্রথম নির্বাচনী অফিস মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।
১৩ নভেম্বর রোববার বাদ মাগরিব চরভৈরবী ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রথম নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে মিলাদের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ সরকারের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রোশন গাজীর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন চরভৈরবী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আহাম্মদ আলী মাস্টার, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম কবির শেখ, চরভৈরবী ইউনিয়ন নৌকার মাঝি চেয়ারম্যান প্রার্থী ইউসুফ যুবায়ের (শিমুল) প্রমুখ।
বক্তারা বলেন, হাইমচরের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসেন। আওয়ামী লীগের পাশাপাশি ডাঃ দীপু মনিকে ভালোবাসেন। সেটা প্রমাণ করেছেন বিভিন্ন সময়ে আপনাদের ভোটের মাধ্যমে। ইউসুফ যুবায়ের শিমুলকে জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। আপনারা ২৮ তারিখে মনে করবেন শেখ হাসিনাকে ভোট দিচ্ছেন, আপনারা মনে করবেন ডাঃ দীপু মনিকে ভোট দিচ্ছেন। ভাই, বোন, বাড়ির সবাই মিলে শিমুল চোকদারকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
এ সময় উপস্থিত ছিলেন ২নং উত্তর আলগী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আল মামুন সুমন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (রনি), জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহসিন পাটোয়ারী, উত্তর আলগী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুল্লাহ মানিকসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।