রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২, ০০:০০

রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক ও কর্মচারী নিয়োগ সম্পন্ন
আলমগীর কবির ॥

হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে ৩ ক্যাটাগরির শূন্য পদে সরকারি বিধি অনুযায়ী শিক্ষক ও কর্মচারী লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ১২ নভেম্বর বিদ্যালয়ের হলরুমে স্বচ্ছতা, সুষ্ঠু ও শন্তিপূর্ণভাবে সহকারী প্রধান শিক্ষক, অফিস সহায়ক ও পরিচ্ছন্ন কর্মী লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হয়। সহকারী প্রধান শিক্ষক পদে ৫ জন, অফিস সহায়ক পদে ৪ জন ও পরিচ্ছন্ন কর্মী পদে ৬ জন লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় সহকারী প্রধান শিক্ষক পদে মোঃ আনিছুর রহমান, অফিস সহায়ক পদে মোঃ রাজিব বেপারী ও পরিচ্ছন্ন কর্মী পদে মোঃ আল-আমিনকে অত্র পরীক্ষার নিয়োগ কমিটি সিদ্ধান্ত ও সুপারিশ অনুযায়ী সরকারি নিয়োগ বিধি মোতাবেক চূড়ান্ত তালিকা করে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগদানের সুপারিশ করেন এবং নিয়োগ বোর্ড তাদেরকে নিয়োগ প্রদান করেন। নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবুল বাসার পাটওয়ারী, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ডিজি প্রতিনিধি চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথ, হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ পরান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ গোলামুর রহমান গোলাপ, ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য কাজী মোঃ ওয়ালী উল্যাহ, দাতা সদস্য এসএম সালাউদ্দিন, অভিভাবক সদস্য মোঃ শাহ জালাল চৌধুরী মানিক, শিক্ষক প্রতিনিধি শাহিনা আক্তারসহ নিয়োগ কমিটির দায়িত্বরত সকল সদস্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়