রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২, ০০:০০

হাজীগঞ্জে শীতবস্ত্র ও পিঠা উৎসব শুরু
হাজীগঞ্জ ব্যুরো ॥

হাজীগঞ্জে পুরো মাসব্যাপী শীতবস্ত্র ও পিঠা উৎসব শুরু হয়েছে। ১৩ নভেম্বর রোববার বিকেলে হাজীগঞ্জ বাজারস্থ সান্ত¡না সুপার মার্কেটে এ শীতবস্ত্র ও পিঠা উৎসবের উদ্বোধন করেন মার্কেটের স্বত্বাধিকারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান খান বাচ্চু।

উৎসবের আয়োজক হাসিনা আক্তার শেলী, ফারুক আহমেদ হাছানুজ্জামান মুন্সী ও রিয়াদ হোসেন জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় পিঠা উৎসবের আয়োজনের পাশাপাশি সুলভ মূল্যে শীতবস্ত্র (কম্বল) এবং মার্কেটে সবধরনের পোশাক, তৈজসপত্র, জুতা ও মুদি মালামালসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ের ব্যবস্থা রয়েছে।

এছাড়াও কেনাকাটার পাশাপাশি শিশু ও কিশোরদের বিনোদনের জন্যে প্রতিদিন বায়োস্কোপ, রেলগাড়ি, বিমানসহ বিভিন্ন রাইড এবং সববয়সীদের জন্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে।

এ বিষয়ে আয়োজক ফারুক আহমেদ বলেন, সান্ত¡না সুপার মার্কেটে মাসব্যাপী শীতবস্ত্র ও পিঠা উৎসব চলবে। তবে দর্শনার্থী ও ক্রেতাদের সাড়া পেলে পুরো শীতে আমাদের এ আয়োজন অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়