প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২, ০০:০০
![কোড়ালিয়া রুস্তম আলী দারুল কোরআন মাদ্রাসার ৩ শিক্ষার্থীকে সংবর্ধনা](/assets/news_photos/2022/11/14/image-25959.jpg)
চাঁদপুর শহরের কোড়ালিয়া রুস্তম আলী দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ২০তম কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী তিন শিক্ষার্থী যথাক্রমে হাফেজ মুহাঃ রেজাউল করিম, হাফেজ মুহাঃ আশেক এলাহী ও হাফেজ মোঃ ইয়াসিন হোসেনকে এই সংবর্ধনা দেয় বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড চাঁদপুর জেলা শাখা।
৮ নভেম্বর মঙ্গলবার সকালে চাঁদপুর শহরের বিপণীবাগ পার্টি হাউজে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব পীরে কামেল আল্লামা নুরুল হুদা ফয়েজী। সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও মাদ্রাসার মুহতামিমগণ উপস্থিত ছিলেন।
চাঁদপুর শহরের কোড়ালিয়া রুস্তম আলী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা ২০১৮ সালে চাঁদপুর জেলা পরিষদ কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেন। মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম বলেন, বিগত আট বছর ধরে এই মাদ্রাসাটি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের শিক্ষকরা সবাই মিলে চেষ্টা করছে যেন কোমলমতি শিশুরা যোগ্য মানের কোরআনে হাফেজ হিসেবে গড়ে উঠতে পারে।