রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২, ০০:০০

শিয়ালের মাংস বিক্রির দায়ে জরিমানা ১০ হাজার টাকা
কামরুজ্জামান টুটুল ॥

প্রকাশ্যে হাজীগঞ্জ বাজারে শিয়ালের মাংস বিক্রির দায়ে দুই বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার ১৩ নভেম্বর দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক। জরিমানাপ্রাপ্ত দুই মাংস বিক্রেতা হলেন কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সিদলা গ্রামের সোনা মিয়ার ছেলে মোঃ জুলহাস ও একই গ্রামের পাটওয়ারী বাড়ির সিরাজ পাটওয়ারীর ছেলে মনির হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের সূত্র জানায়, গত শনিবার দিবাগত রাতে জুলহাস মিয়া ও মনির হোসেন নিজ এলাকা থেকে শিয়ালটি ধরেন। এরপর রোববার সকালে শিয়ালটি জবাই করে মাংস বিক্রি করতে হাজীগঞ্জ বাজারে নিয়ে আসেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক মাংস বিক্রির স্থানে আসেন। এ সময় দুই মাংস বিক্রেতাকে নগদ ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। এ সময় দুই মাংস বিক্রেতাকে সতর্ক ও উপস্থিত জনসাধারণকে সচেতন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাজিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়