প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২, ০০:০০
হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ নভেম্বর শনিবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শওকত হোসেন দীপুর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ও হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব রাকিব উদ্দিন জুয়েল ঢালী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের মীরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মনির হোসেন বাবুল, সমাজসেবক শফিক খান, আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের প্রভাষক জহিরুল ইসলাম মুরাদ খান, বিদ্যালয়ের সহকারী শিক্ষকা আয়শা আকতার প্রমুখ।
উল্লেখ্য, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে দুলাল কৃষ্ণ ঘোষ ১৫ এপ্রিল ১৯৮৪ সালে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। এরপর প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। চলতি বছর ৩১ জুলাই তিনি অবসরজনিত বিদায় নেন।
অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে নিজে কাঁদলেন ও সবাইকে কাঁদালেন। অনুষ্ঠান শেষে দুলাল কৃষ্ণ ঘোষকে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকার সুধিজন, বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।