রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা
নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুর জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার সকালে চাঁদপুর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আরিফ হোসেন ছোটন। তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর জেলা কমিটি অনেক ভালো কাজ করছে। তাদের সংগঠনিক কাজ অনেক সুন্দর। তারা সংগঠনকে এগিয়ে নেয়ার জন্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আমি তাদের সাধুবাদ জানাই। আরও শক্তিশালী হতে হবে। চাঁদপুরে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা নকল বই বিক্রয় করে এখানের ব্যবসায়ীদের সুনাম নষ্ট করে থাকে। তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি এস.এম. মোরশেদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়াজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক ও সাংগঠনিক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান সরকার জামাল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক ও সাংগঠনিক স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব মোঃ গোলাম এলাহী জাহেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক ও কেন্দ্রীয় নীতিমালা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক কাজী জহুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক ও হিসাব নিরীক্ষা স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ নকিব উদ্দিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক ও চট্টগ্রাম উত্তর বিভাগীয় সাংগঠনিক কমিটির সভাপতি মোঃ আব্দুল হান্নান, চাঁদপুর ইউনিক লাইব্রেরীর ব্যবস্থাপক কিশোর কুমার সরকার (শংকর)। চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি স্বর্ণা লাইব্রেরির ব্যবস্থাপক এমএ আজিজ বাবুল প্রমুখ। সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়