প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২, ০০:০০
![গুয়াখোলা দুর্গামন্দিরে ঘৃত প্রদীপ প্রজ্জলন উৎসব](/assets/news_photos/2022/11/13/image-25922.jpg)
১১ নভেম্বর শুক্রবার রাত ৮টায় চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকাস্থ সার্বজনীন দুর্গা মন্দিরের উপদেষ্টা চন্দনেশ্বর দত্ত ও ভক্তবৃন্দের সহযোগিতায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার স্মরণে ঘৃত প্রদীপ প্রজ্জলন উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি পণ্ডিত নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা থেকে আগত লোকনাথ ব্রহ্মচারীর একনিষ্ঠ ভক্ত শ্রী বিধান চন্দ্র রায়। তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আদর্শ মেনে চললে বাধা বিপত্তি আসতে পারে না। বাবার উপদেশ- ‘জলে স্থলে ও জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই তোমাদের রক্ষা করিবো’। উপস্থিত ছিলেন শ্রীশ্রী দুর্গা মন্দিরের সাবেক সভাপতি ও উপদেষ্টা চন্দনেশ্বর দত্ত, মহিলা সম্পাদিকা অধাপিকা কল্যাণী ষোষ, স্বপন কুমার দাস প্রমুখ।
গতকাল সন্ধ্যায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার স্মরণে ভক্তরা তাদের পরিবারের মঙ্গল কামনায় ঘৃত প্রদীপ প্রজ্জলন উৎসব পালন করেন।