প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২, ০০:০০
![স্বর্গীয় ফণীভূষণ গোস্বামীর ৯ম তিরোধান দিবস উদযাপন](/assets/news_photos/2022/11/13/image-25920.jpg)
কুল পুরোহিত ও ধর্মগুরু স্বর্গীয় ফণীভূষণ গোস্বামীর নবম তিরোধান উৎসব হাজারো ভক্তের উপস্থিতিতে তার নিজ বাড়ি চাঁদপুর পৌর এলাকার বাহের খলিশাডুলীতে অনুষ্ঠিত হয়েছে। উৎসবকে কেন্দ্র করে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে গতকাল ১২ নভেম্বর শনিবার উদয়-অস্ত কীর্ত্তন, দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা ও প্রসাদ বিতরণ করা হয়।
ফরিদগঞ্জ সদর (পৌর) দাসপাড়া গুরুদেব সংঘ, ফরিদগঞ্জ বাজপুর গুরুদেব সংঘ, বলাখাল রামপুর গুরুদেব সংঘের সহযোগিতায় গুরুদেব সংঘ কেন্দ্রীয় কমিটি ব্যাপকভাবে এ তিরোধান উৎসবের আয়োজন করে। উৎসবকে কেন্দ্র করে চাঁদপুর শহরসহ দেশের বিভিন্নস্থান থেকে স্বর্গীয় ফণীভূষণ গোস্বামীর শিষ্য ও ভক্ত অনুরাগীরা উৎসবস্থলে সমবেত হন। তাদের উপস্থিতিতে উৎসবস্থলে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আগত কীর্ত্তনীয়া দল হরিনাম কীর্ত্তন পরিবেশন করে। উৎসবে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও মানবউন্নয়ন সেবামূলক সংস্থা জীবনদীপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, উপদেষ্টা অ্যাডঃ দেবাশীষ কর মধু, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সদস্য বিকাশ মজুমদার টিটু, বিশিষ্ট সংগঠক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ব্যাংকার মুজিবুর রহমান, পণ্ডিত কালীপদ চক্রবর্তী, ডাঃ জহরলাল আচার্যী, সুদীপ্ত কর তন্ময়, সুকান্ত দেসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ বহু লোকের উপস্থিতি পরিলক্ষিত হয়। ব্যাপক ভক্ত সমাবেশের মধ্য দিয়ে উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় গুরুদেব সংঘ কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক দীপক কুমার চক্রবর্তী, সভাপতি অশোক কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র দাস ও সিনিয়র সহ-সভাপতি চন্দন কুমার চক্রবর্তী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পূর্বক গুরুদেবের স্মরণে প্রতিবছর যাতে এমনি করে উৎসব সম্পন্ন করতে পারেন সেজন্য সকলের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।