প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২, ০০:০০
![ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড বিতরণ](/assets/news_photos/2022/11/13/image-25916.jpg)
ফরিদগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। ১২ নভেম্বর শনিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, আজ আমরা একটি স্বাধীন জাতি ও দেশ হিসেবে পৃথিবীর বুকে অবস্থান করছি বীর মুক্তিযোদ্ধাদের কারণে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা কোনো কিছু না ভেবেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই আত্মত্যাগকে স্মরণীয় এবং মুক্তিযোদ্ধারা যাতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন সেজন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান দিচ্ছেন। তাঁদের সম্মানি ভাতা ২০ হাজার পর্যন্ত বাড়িয়েছেন। গৃহহীনদের ঘর দিচ্ছেন। চিকিৎসা সুবিধা দিচ্ছেন। সর্বশেষ ডিজিটাল সনদ এবং স্মার্ট আইডি কার্ড দেয়া হচ্ছে। এখন মুক্তিযোদ্ধা হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। আমরা নূতন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর সাথে সাথে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে কাজ করতে হবে। নিজেদের পরিবারের বাইরে এলাকাবাসীকে বোঝাতে হবে উন্নয়ন ও দেশের অগ্রগতি ধরে রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলী হোসেন ভূঁইয়া, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান। আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন অতিথিবৃন্দ।