প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ০০:০০
![৭ম মুড়ি উৎসব-২০২২ উদযাপনে কমিটি গঠন](/assets/news_photos/2022/11/12/image-25871.jpg)
‘এক পাত্রে মুড়িখাই, সাম্প্রদায়িকতার স্থান নাই’ এ শ্লোগানে উজ্জীবিত হয়ে ১৮ নভেম্বর শুক্রবার থেকে ৭ দিনব্যাপী শুরু হতে যাচ্ছে ৭ম মুড়ি উৎসব ২০২২।
চাঁদপুর ড্রামার আয়োজনে প্রতি বছরের ন্যায় এবার ৭ম মুড়ি উৎসব উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। ১০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রে ৭ম মুড়ি উৎসবের প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকারের সভাপতিত্বে ও মুড়ি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ফারুক হোসেন ভূঁইয়ার পরিচালনায় বক্তাগণ মুড়ি উৎসব সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। প্রস্তুতি সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক মানিক পোদ্দার।
এরপর উপস্থিত সকলের সম্মতিক্রমে সাত দিনব্যাপী ৭ম মুড়ি উৎসব-২০২২-এর কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্টা হচ্ছেন তপন সরকার ও মানিক পোদ্দার, আহ্বায়ক ফারুক হোসেন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক জুয়েল কান্তি নন্দু ও সদস্য সচিব শংকর রায়। সদস্যরা হচ্ছেন- মজিবুর রহমান দুলাল, পরিমল দাস নূপুর, ইকবাল হোসেন লিটন, আলমগীর হোসেন পাটওয়ারী, কেএম মাসুদ, কৃষ্ণ গোপাল সরকার, পলাশ মজুমদার, নজরুল ইসলাম রণি, খায়রুজ্জামান, জাহাঙ্গীর প্রধানীয়া, তাছলিমা বেগম ও জোৎস্না বেগম।