প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর শুক্রবার বিকেলে ৪নং ওয়ার্ডের দক্ষিণ কড়ৈতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হোসেন মিন্টু পাটোয়ারী। এ সময় তিনি বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীককে সম্মান জানানো সকলের নৈতিক দায়িত্ব। আমি গত ৪০ বছর ধরে নীতি ও আদর্শ ধরে রেখে রাজনীতি করেছি। কখনো প্রতিপক্ষকে ঘায়েল করার চিন্তা করিনি। আমি নিজে এলাকায় থাকি, এলাকার মানুষের জন্য রাজনীতি করি। তাই নির্বাচনে অংশ নিয়েছি মানুষের জন্য কাজ করার জন্য। আশা করছি আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা নিজ নিজ অবস্থান থেকে দলের প্রতীক নৌকার বিজয়ে কাজ করে যাবেন।
আওয়ামী লীগ নেতা ফারুক মাস্টারের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম মাস্টার, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম সবুজ, যুবলীগ নেতা ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শেখ মোদাচ্ছের অপু, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইয়াছিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন তুহিন বেপারী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল রাঢ়ি, সাধারণ সম্পাদক ফিরোজ খান, আওয়ামী লীগ নেতা আইয়ুব বেপারী, মোশারফ মাস্টার, ফয়সাল প্রমুখ। একই দিন সন্ধ্যার পরে ৩নং ওয়ার্ড উত্তর কড়ৈতলী নৌকা প্রার্থীর সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হয়।