প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ০০:০০
![বাজুস হাইমচর উপজেলা শাখায় রিপন স্বর্ণকার সভাপতি নির্বাচিত](/assets/news_photos/2022/11/12/image-25869.jpg)
গতকাল শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন হাইমচর উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন ও মতবিনিময় সভা আলগী বাজারে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কৃষ্ণ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস চাঁদপুর জেলা শাখার সভাপতি রোটাঃ মোঃ মোস্তফা ফুল মিয়া। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাজুস চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মানিক মজুমদার, অজিত সরকার, সহ-সাধারণ সম্পাদক নজির আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ নাহিদ চৌধুরী, নির্বাহী সদস্য রনজিত কুরী, মাসুদ মাল ও বাজুস বিএমকে শাখার সভাপতি দিলীপ বণিক।
মতবিনিময় সভার পূর্বে হাইমচর উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৫০জন ভোটারের মধ্যে সকলেই তাদের ভোটাধিকার প্রদান করেন। এর মধ্যে ২৯ ভোট পেয়ে রিপন স্বর্ণকার সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবু তাহের পান ২১ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সুজন স্বর্ণকার ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন সঞ্জিত পোদ্দার। নির্বাচিত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছ থেকে অনুমোদন করিয়ে নিবেন।