প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ০০:০০
গতকাল ১১ নভেম্বর হাজীগঞ্জ উপজেলার রাজাপুর খিলপাড়াস্থ দেবনাথ বাড়িতে রাজাপুর দুর্গাপীঠ শারদাঞ্জলি গীতা নিকেতন নামে জেলার ২০তম গীতা নিকেতনের উদ্বোধন করা হয়।
প্রবীর দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারদাঞ্জলি ফোরাম চাঁদপুরের সভাপতি রিপন কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি জীবন মজুমদার, সাধারণ সম্পাদক সুমন অধিকারী, যুগ্ম সাধারণ সম্পাদক পঙ্কজ চন্দ্র দাস, প্রধান সমন্বয়ক শম্পা দত্ত গুপ্ত, দপ্তর সম্পাদক দিলিপ সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক দিপঙ্কর চক্রবর্তী ও সহ-মহিলা বিষয়ক সম্পাদক কৃষ্ণা নন্দী। এছাড়া বলাখাল চৌধুরী বাড়ি শারদাঞ্জলি গীতা নিকেতনের সম্মানিত শিক্ষক উপেন্দ্র নাথ রায়সহ অন্য সারথিগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন জেলা ফোরামের সভাপতি রিপন কুমার সাহা। বেদমন্ত্র পাঠ করেন দিপঙ্কর চক্রবর্তী এবং হরিনাম কীর্তন করেন পঙ্কজ চন্দ্র দাস।
বর্তমান সময় সনাতনীদের গীতা ও বৈদিক জ্ঞানের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বারোপের পাশাপাশি জাত-পাত, বর্ণবৈষম্য ও লাভ জেহাদের কুফল নিয়ে সকলেই আলোচনা করেন এবং শারদাঞ্জলি ফোরামের এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে যারা সার্বিক সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা শেষে উপস্থিত ৫০জন শিক্ষার্থীর মধ্যে ফোরাম কর্তৃক সরবরাহকৃত গীতা এবং শিক্ষকদের মধ্যে জেলা ফোরাম সভাপতি রিপন কুমার সাহার প্রয়াত সহধর্মিণীর স্মরণে হোয়াইট বোর্ড ও বিভিন্ন শিক্ষা উপকরণসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত মায়েদের সন্তান দ্বারা জীবন্ত মাতৃকা পূজা করা হয় জেলা ফোরামের সভাপতি রিপন কুমার সাহার পৌরোহিত্যে।
সবশেষে উপস্থিত সকলের মাঝে রাজাপুর দুর্গাপীঠ শারদাঞ্জলি গীতা নিকেতনের উদ্যোগে দুপুরের ভোগরাগ শেষে প্রসাদ বিতরণ করা হয়।