রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ০০:০০

আজ হরিসভা লোকনাথ মন্দির ও আশ্রমে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব
স্টাফ রিপোর্টার ॥

দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রতি বছরের ন্যায় এ বছরও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির ও আশ্রমে অনুষ্ঠিত হবে ২৬তম বাৎসরিক ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব। উৎসবকে কেন্দ্র করে গতকাল ১১ নভেম্বর রাত সাড়ে ৮টায় ব্যাপক ভক্তের উপস্থিতিতে গঙ্গা আহ্বানের মধ্য দিয়ে অধিবাস ও মাঙ্গলিক ঘট স্থাপন করা হয় এবং ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আজ ১২ নভেম্বর শনিবার সকাল ৮টা হতে মন্দির প্রাঙ্গণে লোকনাথ বাবার মিশ্রি ভোগ, বাল্য ভোগ নিবেদন, ষোড়শ পূজা ও দুপুরে রাজ ভোগ অনুষ্ঠিত হবে। রাজভোগ শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার প্রদীপ দানের মহাপূজা এবং দেশ, জাতি ও নিজেদের সুখ, শান্তি ও আরোগ্য কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। প্রদীপ প্রজ্জ্বলনকৃত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে বলে জানা যায়।

অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির ও আশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রমোদ কুমার দাস ও সাধারণ সম্পাদক দীপক রায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়