প্রকাশ : ১১ নভেম্বর ২০২২, ০০:০০
![স্বেচ্ছাসেবক লীগের সদস্য হতে আগ্রহীদের জীবন বৃত্তান্ত জমা দেওয়ার আহ্বান](/assets/news_photos/2022/11/11/image-25832.jpg)
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক ইউনিটগুলোকে পুনর্গঠনের মাধ্যমে শক্তিশালী করার লক্ষ্যে জেলাব্যাপী নেতা-কর্মীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার আহ্বান করা হয়েছে। আগামী ২০ নভেম্বর ২০২২-এর মধ্যে ফরিদগঞ্জ, কচুয়া ও মতলব উত্তর উপজেলা ব্যতীত অন্যান্য উপজেলা ও পৌর শাখার সদস্য হয়ে যারা স্বেচ্ছাসেবক লীগ করতে আগ্রহী তাদেরকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জাতীয় পরিচয়পত্র ও ছবিসহ জীবন বৃত্তান্ত জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল ১০ নভেম্বর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসেন ও সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা কখনও আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন না অর্থাৎ যাদের আওয়ামী সাংগঠনিক পরিচিতি নেই তাদের জীবন বৃত্তান্ত গ্রহণ করা হবে না।