প্রকাশ : ১১ নভেম্বর ২০২২, ০০:০০
![শাহরাস্তি ছাত্রকল্যাণ সংস্থার পরিচিতি সভা, বই বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান সম্পন্ন](/assets/news_photos/2022/11/11/image-25830.jpg)
চাঁদপুর সরকারি কলেজস্থ জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন শাহরাস্তি ছাত্রকল্যাণ সংস্থার নবনির্বাচিত কমিটির সভাপতি মিরাজ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আলমের সঞ্চালনায় সংগঠনটির পরিচিতি সভা, বিনামূল্যে বই বিতরণ ও অসচ্ছল শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের নতুন কমিটি দায়িত্ব পাওয়ার পর পরই শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। এরই মধ্যে তারা শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দেন এবং নগদ অর্থ প্রদান করেন।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের জন্য তাদের এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। তারা শাহরাস্তি উপজেলার সকল ছাত্র-ছাত্রীর যে কোনো প্রয়োজনে পাশে থাকবে। তারা তাদের সংগঠনের উপদেষ্টাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান তুহিন বলেন, ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। এতে সকলের সহযোগিতা ও দায়িত্ববোধ সংগঠনকে গতিশীল করবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, মিজানুর রহমান, ফরহাদ হোসেন, এমদাদুল হক ফয়সাল, রাসেল হোসেন, খালিদ মজুমদার, সাফায়েত হোসেন, ওমর ফারুক প্রমুখ।