প্রকাশ : ১১ নভেম্বর ২০২২, ০০:০০
![হাজীগঞ্জ বড়কুল পূর্ব ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি গঠন](/assets/news_photos/2022/11/11/image-25829.jpg)
হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নে জাতীয় শ্রমিকলীগ ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ ২৭ সদস্য বিশিষ্ট কমিটির ৮ জনের নাম ঘোষণা করেন উপজেলা নেতৃবৃন্দ।
প্রথম অধিবেশনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজিব। উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাদাত হোসেন রানার সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন খোকা, শ্রমিক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তকদিল হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন পাটওয়ারী রাজন প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি গঠনকল্পে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব ও সমর্থনের আহ্বান জানান উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শুকুর আলম গাজী।
এ সময় আহ্বায়ক হিসেবে ইউপি সদস্য মোঃ মিন্টু এবং যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন মিয়াজীর নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। এছাড়াও আলোচনার ভিত্তিতে তাৎক্ষণিক আরো ৬ জনকে আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। অন্যরা হলেন- মিজান মিয়াজী, মুনসুর আহমেদ, ইসমাইল হোসেন, নূর আলম, শরীফ হোসেন ও সিরাজ বেপারী। পরবর্তীতে ইউনিয়ন আওয়ামী লীগ এবং উপজেলা শ্রমিক লীগ নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে আহ্বায়ক কমিটিতে আরো ১৯ জনকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়।
উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মাসুম হাসান ফয়সালের সঞ্চালনায় সভায় নবগঠিত ইউনিয়ন আহ্বায়ক কমিটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে সকল ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাদাত হোসেন রানা।
এ সময় উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন সাগর, সহ-সভাপতি হাতেম, যুগ্ম সস্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন শেখ, প্রচার সম্পাদক আলী আজগর, সদস্য নাজিম উদ্দীনসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।