প্রকাশ : ১১ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর শহরে সিঙ্গার এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বিকেলে চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় পুলিশ সুপার কার্যালয়ের বিপরীত পাশে ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করেন সিঙ্গার বাংলাদেশের সেলস ডিরেক্টর কাজী রফিকুল ইসলামসহ অতিথিরা। পরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিঙ্গার পণ্যের গুণগত মানে কখনো আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না। এ বছর সকল কোম্পানি পণ্যের দাম বৃদ্ধি করেছে। একমাত্র সিঙ্গার ক্রেতাদের কথা চিন্তা করে কোনো পণ্যের দাম বৃদ্ধি করেনি। তাই সিঙ্গার সারাদেশের মধ্যে চাঁদপুরে এক নম্বর অবস্থানে রয়েছে।
চাঁদপুর ফিউচার এনার্জি এন্ড ইলেকট্রনিক্সের পরিচালক মোঃ সবুজ খানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সিঙ্গার বাংলাদেশের সেলস্ ম্যানেজার ইসমাঈল হোসেন, চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর গাজী, ফিউচার এনার্জি এন্ড ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা কাউসার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চাঁদপুর ফিউচার এনার্জি এন্ড ইলেকট্রনিক্সের পরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম ও মোহাম্মদ ফরহাদ আলমসহ অনেকে। পরে শো-রুমের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঘোলঘর পাকা মসজিদের ইমাম মাওঃ মিজানুর রহমান।
উল্লেখ্য, চাঁদপুর ষোলঘর পুলিশ সুপার কার্যালয়ের বিপরীত পাশে সিঙ্গার শো-রুমে ল্যাপটপ, রাইস কুকার, মোবাইল, ব্লেন্ডার, গ্যাস স্টোভ ও ফ্যানসহ সকল হোম এপ্লিয়েন্স পণ্য সহজ শর্তে কিস্তিতে পাওয়া যাবে। এছাড়াও মাত্র ২০%-৪০% টাকা জমা দিয়েই পণ্য কিস্তিতে ক্রয়ের সুবর্ণ সুযোগ রয়েছে। ফ্রিজে ০% ইন্টারেস্টে সর্বোচ্চ ৬ মাসের কিস্তির সুবিধা ও এসিতে ০% ইন্টারেস্টে ১২ মাসের কিস্তিতে সুবিধা রয়েছে।