প্রকাশ : ১০ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর শহরে আবারো কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। এবার তারা কুপিয়ে জখম করেছে বাঁধন পাটওয়ারী (২০) নামে এক কলেজ ছাত্রকে। ৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাতটার সময় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার শিকার রাশেদুল হাসান বাঁধন পাটোয়ারী চাঁদপুর ড্যাফোডিল কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী। সে কোড়ালিয়া নিবাসী মৃত মোঃ হুসাইন আহমেদ পাটোয়ারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিভিন্ন পাড়া মহল্লার কিশোর গ্যাং হিসেবে পরিচিত অমিত, মিলন ও হাসিব তার দলবল মিলে সন্ধ্যায় প্রতিপক্ষের উপর হামলা করতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে মহড়া দেয়। এক পর্যায়ে পথচারী বাঁধন পাটওয়ারীকে রাস্তায় পেয়ে প্রতিপক্ষের লোক মনে করে ধারালো অস্ত্র দিয়ে বাঁধনকে উপর্যুপরি আঘাত করে। পরে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, আহত বাঁধনের মাথা ও শরীরে একাধিক সেলাই করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে আহত বাঁধনের স্বজনরা আইনের আশ্রয় নিবেন বলে জানানো হয়।