প্রকাশ : ১০ নভেম্বর ২০২২, ০০:০০
![কচুয়ায় দুই পরীক্ষার্থী বহিষ্কার](/assets/news_photos/2022/11/10/image-25787.jpg)
এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে স্মার্ট মোবাইল ও নকল নিয়ে প্রবেশ করে অসাধুপায় অবলম্বন করায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বহিষ্কারের ঘটনা ঘটে। পরীক্ষা শুরু হলে ওই কেন্দ্রের অতিরিক্ত সুপারভাইজিং কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ উল মাহবুব আলম শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের দুই পরীক্ষার্থীর নিকট স্মার্টফোন ও নকল দেখতে পান। এ ঘটনায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান নিশ্চিত করেছেন।