প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২, ০০:০০
![কচুয়ায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা](/assets/news_photos/2022/11/08/image-25684.jpg)
কচুয়ায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম। মেলা উদ্বোধনের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মেলার উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলমের সঞ্চালনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, পল্লীবিদ্যুৎ কচুয়া জোনাল অফিসের ডিজিএম মোঃ বেলায়েত হোসেন, কচুয়া থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মোশারফ হোসেন প্রমুখ।
মেলায় উপজেলার সরকারি বিভাগ ও অধিদপ্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মোট ২৫টি স্টলের আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে মেলায় শ্রেষ্ঠ স্টল স্থাপনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।