শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ নভেম্বর ২০২২, ০০:০০

কাল চাঁদপুর খেলবে কুমিল্লা জেলা দলের সাথে
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে হবিগঞ্জে শুরু হয়েছে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জোনাল ক্রিকেট টুর্নামেন্ট। হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের সি গ্রুপে অংশ নেবে চাঁদপুর, কুমিল্লা, সুনামগঞ্জ ও নোয়াখালী। কাল বুধবার হবিগঞ্জ স্টেডিয়ামে চাঁদপুর খেলবে হবিগঞ্জের সাথে।

চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলকে সোমবার বিকেলে বিদায় জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোতালেব। চাঁদপুরের দলটি সোমবার রাতে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করে।

চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন : রায়হান, সিহাব, হিমেল, দেবপ্রিয়, সায়েম, তাজরিন, নাসির, মারুফ, তানভীর হাসান, মোহাম্মাদ আলী, তন্ময়, সাজ্জাদ, মাহমুদ, জহির ও আব্দুল মোতালেব। দলের কোচ জয়নাল আবেদীন, টিম ম্যানেজার রাফসান জানি ও ট্রেইনার ইসমাইল হোসেন।

দলের টিম ম্যানেজার ও ক্রিকেটার রাফসান জানি এ প্রতিবেদককে জানান, ২ নভেম্বর চাঁদপুর প্রথম ম্যাচ খেলবে কুমিল্লার সাথে। ৬ নভেম্বর খেলবে সুনামগঞ্জ ও ৮ নভেম্বর খেলবে নোয়াখালীর সাথে। তিনি জানান, অন্য বছরের তুলনায় এ বছরের দলটি অনেক ভালো। ক্রিকেটাররা তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আশা করি আমরা দলগুলোর সাথে জয়লাভ করতে পারবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়