প্রকাশ : ০১ নভেম্বর ২০২২, ০০:০০
![চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাবের চার্টার ডে উদযাপন](/assets/news_photos/2022/11/01/image-25335.jpg)
গত ৩১ অক্টোবর ২০২২ সোমবার রোটারীর আন্তর্জাতিক যুব সংগঠন চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাবের ২৮ তম চার্টার ডে পালন করা হয়েছে। এদিন সকল সদস্যের উপস্থিতিতে কেক কাটা হয় এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ পিএজি কাজী শাহাদাত, চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাবের পার্টনার ইন সার্ভিস কমিটির চেয়ারম্যান রোটাঃ পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু এবং চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোঃ শিশির সাহা। রোঃ আফসানা আক্তার ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং রোঃ নাভিনা ইসলাম প্রোগ্রাম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সভায় পিপি রোঃ সৈকত পাল, পিপি সুদীপ সরকার ও আইপিপি কুলদীপ মালাকারসহ অন্য সকল সদস্যরা উপস্থিত ছিলেন।