শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২, ০০:০০

দুর্ভিক্ষের ঘনঘটা! টিয়ারশেলে রক্ষা করা যাবে না
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে শনিবার (২৯ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় স্বর্ণকলি স্কুল মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিঃ মমিনুল হক।

উপজেলা যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলালের সভাপ্রধানে অনুষ্ঠিত আলোচনা সভায় ইঞ্জিঃ মমিনুল হক বলেন, এটা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। আমাদের সহিংসতার কোনো সুযোগ ছিল না। আজকে তো (হাজীগঞ্জে) এখানে আওয়ামী লীগের কেউ ছিলো না। আমরা তাদের দোষ দিচ্ছি না। আজকে প্রশাসনের কিছু ভুল বোঝাবুঝির জন্যে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের নেতা-কর্মীদের বলবো, আমরা কিন্তু বলেছি আজকে মিছিল হাজীগঞ্জ বাজারে যাবে না। ব্রীজ (হাজীগঞ্জ সেতু) থেকে আমরা ব্যাক (ফিরে) করবো। সেখান থেকেই আপনাদের ব্যাক করা উচিত ছিলো। ভবিষ্যতে আপনারা নেতাদের নির্দেশ মানবেন।

তিনি বলেন, দেশে দুর্ভিক্ষের ঘনঘটা চলছে। টিয়ারশেল দিয়ে দুর্ভিক্ষ বন্ধ করা যাবে না। এ থেকে দেশকে রক্ষা করতে হলে প্রধানমন্ত্রীকে এগিয়ে আসতে হবে। সময়মতো জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিতে হবে।

ইঞ্জিনিয়ার মমিন বলেন, প্রধানমন্ত্রী যখন বলেন রিজার্ভের টাকা কি আমরা চিবিয়ে খেয়েছি ? কিন্তু এটাতো আমরা কোশ্চেন (প্রশ্ন) করিনি। অর্থমন্ত্রী দেশে এখন কথা বলেন না। পরিকল্পনা মন্ত্রী দেশে থাকেন না। বাণিজ্য মন্ত্রী এলসি খুলতে পারেন না। খাদ্যমন্ত্রী অনেক ক্ষেত্রে পলাতক। এইভাবে তারা এখন দেশ চালাচ্ছে। গত তিনমাসে যুক্তরাজ্যে তিনজন প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে। কারণ, তাদের গণতন্ত্র অত্যন্ত সুদৃঢ়। তারা গণতন্ত্রের প্রতি বিশ্বাসী, তারা জনগণের কল্যাণের প্রতি বিশ্বাসী। সেদেশের জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন, তাই তারা পদত্যাগ করেছেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন এটা তিনি বলতে চান না। তিনি সবসময় বলেন আমি সার্থক হয়েছি।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, মনিরজ্জামান পাটোয়ারীসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম ও সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারীসহ দলীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়