প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২, ০০:০০
![মঠখোলায় চারটি অটোরিকশা চুরি](/assets/news_photos/2022/10/30/image-25243.jpg)
শনিবার (২৯ অক্টোবর) রাতে চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের মঠখোলা এলাকায় আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সড়কে মোঃ ফারুক মিয়াজীর গ্যারেজ থেকে চারটি অটোরিকশা চুরি হয়েছে। যাদের অটোরিকশা চুরি হয়েছে তারা হলেন সাইফুল, আবু এবং রাসেল পাটওয়ারী।
এলাকার সাধারণ মানুষ বলেন, প্রতি মাসে গভীর রাতে এসব এলাকায় চুরি হচ্ছে। দুমাস আগে এই এলাকা থেকে দুটি গরু এবং তিনটি অটোরিকশা চুরি হয়। তারপর থেকে আমাদের এলাকায় দিন দিন চুরি বৃদ্ধি পাচ্ছে। একের পর এক চুরির ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত। এ বিষয়ে তারা প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।