বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২, ০০:০০

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে বাগাদী ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও দোয়া
সোহাঈদ খান জিয়া ॥

‘সকল ঈদের সেরা ঈদ, ঈদ-ই মিলাদুন্নবী (দঃ) মুমিনেরই ঈদ’ শ্লোগানকে ধারণ করে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর রোববার বাদ আসর বাগাদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে ঈদ-ই মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে আলোচনা করেন বাগাদী দরবার শরীফ, গাছতলা দরবার শরীফ, নানুপুর দরবার শরীফের পীরজাদাগণসহ ওলামায়ে কেরামগণ। চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লালের সভাপতিত্বে ও গাছতলা দরবার শরীফ জামে মসজিদের খতিব মোঃ খাজা জুবায়েরের পরিচালনায় বক্তব্য রাখেন বাগাদী ফাযিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আহসান উল্ল্যাহ, নিজ গাছতলা দরবার শরীফের পীরজাদা মাওলানা খাজা ফরিদ আহমেদ, বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওলানা আশেকুন আরেফিন সিদ্দিকী, বাগাদী আহম্মদীয়া মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আবু বকর প্রমুখ।

উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য বেলায়েত হোসেন বাবুল মিজি, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদ মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারেক গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন খান, সদস্য শাহাদাত হোসেন গাজী বাবু, বাগাদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন খান, ইউপি সদস্য মুনসুর খান, মোশারফ হোসেন, মনির হোসেন, রিয়াজ উদ্দিন ভুট্টু, দুদু গাজী, ফজলুর রহমান বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুসলিম মিয়াজী, সাধারণ সম্পাদক সুমন মাল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মামুন পাটওয়ারীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। সর্বশেষ সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়