রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ
স্টাফ রিপোর্টার ॥

গ্রেফতারের দুই মাস পর জামিন পেয়ে চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা স্বপন মাহমুদ।

২৫ সেপ্টেম্বর রোববার তিনি জামিনে কারাগার থেকে বের হন। এ সময় জেল গেটে পরিবারের সদস্য ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সম্পত্তিগত বিরোধে মারামারির অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করেন প্রতিপক্ষরা। এই মামলার পর কারাগারে থাকা অবস্থায় তার বিরুদ্ধে আরো দুটি মামলা করা হয় বলে জানা যায়।

উচ্চ আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছার পর ওইদিন বিকেলে তিনি কারাগার থেকে মুক্তি পান।

উল্লেখ্য, গত ১৯ জুন চাঁদপুর সদর মডেল থানায় সম্পত্তিগত বিরোধে মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের পিংড়া গ্রামের জামাল কাজীর ভাই সফিকুল ইসলাম চাঁদপুর মডেল থানায় স্বপন মাহমুদকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় গত ১৪ জুলাই স্বপন মাহমুদকে কাঁচপুর এলাকা থেকে গ্রেফতার করেন যাত্রাবাড়ি থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়