প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
১৪তম জাতীয় উৎসবের চতুর্থ দিনে বিকেল পাঁচটায় শুরু হয় ‘জাটকা ও মা ইলিশ সংরক্ষণের মৌসুমী সকল মাছ ধরার নৌকা প্রশাসনের হেফাজতে রাখা’ জরুরি বিষয়ক মুক্ত ভাবনা অনুষ্ঠিত হয়। চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় আলোচনায় অংশ নেন ডিবিসি’র চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, বাংলা টেলিভিশনের ইকবাল বাহার, এখন টেলিভিশনের তালহা জুবায়ের, দেশটিভির লক্ষণ চন্দ্র সূত্রধর, আরটিভির শরীফ চৌধুরী বিজয় টেলিভিশনে সোহেল রুশদী।