প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে ১৪তম জাতীয় ইলিশ উৎসবের তৃতীয় দিন ছিলো গতকাল ১৮ সেপ্টেম্বর রোববার। এদিনের কার্যক্রম শুরু হয় সেরা গানবাজদের চূড়ান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে। এ প্রতিযোগিতায় প্রথম হন সাফানা নামরিন হোসেন মেধা, দ্বিতীয় হন কাজী কাবিশা এবং তৃতীয় হন অঙ্কিতা দে।
এরপর অনুষ্ঠিত হয় ফারাবি রহমান জুয়েলের পরিচালনায় প্রতিভা সাংস্কৃতিক সংগঠনের নৃত্যানুষ্ঠান। এরপর শুরু হয় চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান। পরবর্তীতে নারায়ণগঞ্জ থেকে আগত হাওয়াইয়ান গিটার পরিষদের গিটার সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে পুনম মিত্র, সাধনা সরকার ও অর্ণব আব্বাসের সংগীতানুষ্ঠান এবং রুমা সরকারের পরিচালনায় নৃত্যাঙ্গনের নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।