প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কালীবাড়ি মন্দির ও পুরাণবাজার বারোয়ারি পূজা-পসহ অন্যান্য মন্দিরে সার্বজনীনভাবে সৃষ্টিশীল দেবতা ও স্বর্গের নির্মাতা বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। ব্যক্তিগতভাবেও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মিল-কারখানায় এ পূজা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টায় ঘট স্থাপন, পূজার নির্ঘণ্টন ও বেলা সাড়ে ১২টায় অঞ্জলি প্রদান শেষে দুপুর ২টায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এ সময় নিজের পরিবারের পাশাপাশি ভক্তবৃন্দ জীব-জগতের কল্যাণ এবং ব্যবসা-বাণিজ্যে ও কর্মে উন্নতি কামনায় প্রার্থনা করা হয়। পূজার পুরোহিতগণ জানান, ভাদ্র মাসের সংক্রান্তিতে দেবশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদ কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। বিশ্বকর্মাকে বেদে পৃথিবীর সৃষ্টিকর্তারূপে বর্ণনা করা হয়েছে। ভক্তদের বিশ্বাস মতে, তিনি বিশ্বের সকল কর্মের সম্পাদক। তিনি শিল্পসমূহের প্রকাশক, অলংকার শিল্পের স্রষ্টা। তাই ভক্তরা তার কৃপালাভের আশায় প্রার্থনা করেছেন।
চাঁদপুর জেলা শীল সমিতি ও পুরাণবাজার শীল সংঘের উদ্যোগে পৃথক আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। নিজেদের মনস্কামনা পূরণে নানা ধরনের মানত করছেন তারা।