বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

ইলিশের দাম চড়া

ইলিশের দাম চড়া
অনলাইন ডেস্ক

রূপালী ইলিশের মৌসুম প্রায় শেষ পর্যায়ে। কিন্তু চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ ধরা পড়ছে খুবই কম। সাগর মোহনা ও উপকূলীয় অঞ্চলের নদ-নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ায় এতে চাঁদপুর বড় স্টেশন মাছঘাট ও হাট-বাজারগুলো ইলিশে ভরপুর হয়ে উঠেছে। আঃ গফুর জমাদার, আঃ মালেক খন্দকার, ছোট রব চোকদার, কুদ্দুস খান, উত্তম দে ও হযরত আলী চেয়ারম্যানের আড়তে এবার সবচেয়ে বেশি নামার (ভাটি অঞ্চলের) ইলিশের আমদানি এবং ক্রয়-বিক্রয় হয়েছে বলে ইলিশ চালানী সূত্রে জানা যায়।

গত ক’দিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত মাছবাজারগুলোতে জমজমাট বেচাকেনা দেখা যায়। ক্রেতারা অভিযোগ করে বলেছেন, ইলিশে বাজার ভরপুর হলেও দাম চড়া।

দেখা যায়, বাজারে দুই কেজি ওজনের ইলিশের কেজি সাড়ে ১৫শ’ থেকে ১৭০০ টাকা। আর এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৪০০ টাকায়।

১ কেজির নিচে ৯০০ থেকে ৮০০ গ্রাম ইলিশের কেজি ৮০০-৯০০ টাকা থেকে হাজার টাকা। ৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৬-৭শ’ টাকা। জাটকা ইলিশের সাইজ থেকে একটু বড় টেম্পু ইলিশ নামে পরিচিত, যার কেজি সাড়ে ৩০০ টাকা থেকে সাড়ে ৪০০ টাকা। ইলিশের দাম শুনেই সাধারণ মানুষ হতাশ। একমাত্র যারা সামর্থ্যবান এবং সৌখিন তারাই এতো বেশি দামে ইলিশ কিনে খেতে পারছেন। শনিবার চাঁদপুর মাছঘাটে খুচরা বিক্রয়ের জন্য এভাবেই ইলিশের সমারোহ দেখা যায়। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়