বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

আবদুল্লাহ আল মাহমুদ জামান প্রভাত সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা
অনলাইন ডেস্ক

সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টামণ্ডলীর সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সচিব ও চাঁদপুরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

গত আগস্ট মাসে প্রভাত সমাজকল্যাণ সংস্থার সভাপতি আমির রাজুর স্বাক্ষরিত এক আবেদনের প্রেক্ষিতে গত ৮ আগস্ট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান সংগঠনের উপদেষ্টা হওয়ার সদয় সম্মতি জ্ঞাপন করেন। উপদেষ্টা হওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন প্রভাত সমাজকল্যাণ সংস্থার সকল শাখার নেতৃবৃন্দ।

জানা যায়, প্রভাত সমাজকল্যাণ সংস্থা, সমাজকল্যাণ অধিদপ্তর থেকে নিবন্ধনপ্রাপ্ত একটি স্বেচ্ছায় সেবাদানকারী সংস্থা। যার নিবন্ধন নং : ঢ-০৯১৩০। ২০১১ সাল থেকে কতিপয় উদ্যোগী যুবকদের সমন্বয়ে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান ও স্বাস্থ্য সচেতনতা, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ, পরিবেশ রক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতা, দরিদ্রদের আইনী সহায়তা এবং বিশেষ করে অসহায় রোগীদের চিকিৎসা ও স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে রক্তদাতাদের উৎসাহ প্রদানের কার্যক্রম পরিচালনা করে আসছে। তাই সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে প্রভাত সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা হিসেবে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে মনোনীত করা হয়।

কারিগরি শিক্ষাবোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান নিজেও স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে মানবিক কাজের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সাথে থেকে কাজ করে যাচ্ছেন। করেনাকালীন মাঠে থেকে নিরলসভাবে কাজ করে চাঁদপুর জেলায় তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়