বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

জেলা যুবদল নেতা সালাউদ্দিনের মুক্তি ও মাসুদ পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা কারাগারে আটক জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপারীর মুক্তি ও দপ্তর সম্পাদক মাসুদ পাটওয়ারীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ আছর চাঁদপুর বাইতুল আমিন জামে মসজিদে পৌর ৮নং ওয়ার্ড যুবদলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমিন জামে মসজিদের পেশ ইমাম মুফতি জাফর আহমেদ। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং মুক্তিও কামনা করা হয়।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সহ-সভাপতি মোস্তফা বন্দুকসী, সাবেক বিএনপি নেতা ইসমাইল বেপারী, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুদ পাটওয়ারী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস আহমেদ জুয়েল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ অভি, ৮নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বাবুল হাওলাদার, সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক সফিক বেপারী, কালু রাঢ়ী, জুয়েল খান, যুবদল নেতা জীবন খান প্রমুখ। দোয়া মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। পরে সবার মাঝে তবররুক বিতরণ করা হয়।

উল্লেখ্য, রাজনৈতিক মামলায় চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপারীকে সম্প্রতি গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে বন্দী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়