প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
![জেলা পরিষদ সদস্য পদে জাকির হোসেন হিরুর মনোনয়নপত্র জমা](/assets/news_photos/2022/09/16/image-23406.jpg)
১৪ সেপ্টেম্বর চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে জেলা নির্বাচন অফিসার মোঃ তোফায়েল হোসেনের নিকট মনোনয়নপত্র জমা দেন চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী মাদানিয়া সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জাকির হোসেন হিরু।
এ সময় উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়নের ইউপি সদস্য রিয়াজ উদ্দিন পাটোয়ারী, মুনসুর খান, জাকির হোসেন খান, ইলিয়াস খান, ফজলুল হক, মোশাররফ হোসেন গাজী, মনির গাজী, দুদু গাজী, পারুল আক্তার, শাহানারা, আয়েশা বেগম, বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ হাসান খান, বাগাদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শহীদ মোল্লা, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর খান, সমাজসেবক নুরুল আমিন পাটোয়ারী, বাগাদী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইলিয়াস হাওলাদার, সাবেক ইউপি সদস্য জাকির হোসেন খান, চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বিশিষ্ট ঠিকাদার হান্নান ঢালী, সিরাজুল ইসলাম সিরু, ডাঃ শাহরিয়ার, মোতালেব গাজী, চৌরাস্তা বাজার ব্যবসায়ী খোরশেদ আলম রাজা প্রমুখ।