বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

শাহরাস্তিতে এসএসসি ও দাখিল পরীক্ষায় ৭ কেন্দ্রে অনুপস্থিত ৮৬
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তি উপজেলার ৭টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার ১ম দিনে ৮৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার অধীনে ৫টি কেন্দ্রে ৩ হাজার ১শ’ ৬৬ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে ২টি কেন্দ্রে ৭শ’ ৭ জন ও কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বৃহস্পতিবার প্রথমদিনে এসএসসি বাংলা ১ম পত্রে শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৮ জন, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬ জন, চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০ জন, সূচীপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন ও সূয়াপাড়া জিকে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধিনে দাখিল কোরআন মজিদ ও তাজবিদ পরীক্ষায় শাহরাস্তি চিশতিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ১৪ জন ও নুনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল বাংলা-২ পরীক্ষায় নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ জানান, ১ম দিনে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়