প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
![হাজীগঞ্জ থানা কম্পাউন্ডের পতিত জমিতে সবজি চাষে ওসির চমক](/assets/news_photos/2022/09/16/image-23399.jpg)
হাজীগঞ্জ থানা কম্পাউন্ডের পতিত জমিতে বিষমুক্ত সবজি চাষ করে চমক সৃষ্টি করেছেন ওসি জোবাইর সৈয়দ। তিনি চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি এ থানায় যোগদান করেন। যোগদানের পর থেকেই হাজীগঞ্জে ব্যাপক সুনাম অর্জন করে চলেছেন। সমস্যা শুনলেই প্রত্যন্ত অঞ্চলে ছুটে চলেন নির্দ্বিধায়। অনেকটা প্রচারবিমুখ এ কর্মকর্তা এবার থানা কম্পাউন্ডের পতিত জমিতে বিষমুক্ত শাক সবজি চাষ করে চমক লাগিয়েছেন। তিনি লাউ, চিচিঙ্গা, বরবটি, বেগুন, ঢেঁড়স, লাল শাক, পেঁপে ইত্যাদি সবজি চাষ করেছেন। এ চাষাবাদে কোনো রাসায়নিক সার ব্যবহার করেন নি। শুধু জৈব সার ব্যবহার করে তিনি চমক দেখিয়েছেন। সবজির ভালো ফলন হয়েছে।
ওসি জোবাইর সৈয়দ জানান, ফ্রেশ ও বিষমুক্ত সবজি পেতে এবং পতিত জায়গা কাজে লাগাতেই আমার এ চাষাবাদ। বীজ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে উপজেলা কৃষি অফিস।
উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম বলেন, পতিত জমি চাষাবাদ করার জন্যে আমরা উৎসাহিত করি। সবজি পুষ্টি বাগান মডেলে ওসি চাষ করেছেন। এ মডেলে চাষাবাদে অল্প জমিতে বেশি আইটেম শাক সবজি চাষ করা যায়।