প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
শাহরাস্তি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নামের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি। ১১ সেপ্টেম্বর কমিটির সভাপতি ও সদস্য সচিবের স্বাক্ষরিত এক পত্রে ২০২২ সালে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তাদের তালিকা প্রকাশ করে। এতে শোরশাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সূচিপাড়াযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা দেবকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইভা রাণী দে, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মালরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ ফারুক আহমেদ মজুমদার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা দেবীপুর আরিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারমিন সুলতানা, শ্রেষ্ঠ এসএমসি সভাপতি কেশরাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ মোস্তাফিজুর রহমান, শ্রেষ্ঠ কাব শিক্ষক ভড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জান্নাতুল ফেরদাউস এবং শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল মোতালেব।
মেহের ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে জিয়া উদ্দিন চৌধুরীর যোগদান
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥ শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মেহের ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে পদার্থবিদ্যার সহকারী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন চৌধুরী যোগদান করেছেন।
১৪ সেপ্টেম্বর বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বলে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।
সহকারী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন চৌধুরী ২০০০ সালে মেহের ডিগ্রি কলেজে পদার্থবিদ্যার প্রভাষক হিসেবে যোগদান করেন। উপাধ্যক্ষ পদে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর গত সোমবার তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেয়া হয়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ২ কন্যা সন্তানের জনক।