বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

মতলব উত্তরে শ্রেষ্ঠ শিক্ষানুরাগী নির্বাচিত সাংবাদিক শহিদুল ইসলাম খোকন
মতলব উত্তর ব্যুরো ॥

মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষার উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্যে শ্রেষ্ঠ শিক্ষানুরাগী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন সাংবাদিক শহিদুল ইসলাম খোকন। গত ১২ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের শ্রেষ্ঠ শিক্ষানুরাগী সমাজকর্মী বাছাই কমিটির সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এতে ক্লাস্টার পর্যায়ে ৮ ক্লাস্টার থেকে ৮ জন শ্রেষ্ঠ শিক্ষানুরাগী হয়ে আসেন। সাক্ষাৎকারে ২ জন অনুপস্থিত থাকায় বাকি ৬ জনের সাক্ষাৎকার নেয়া হয়। এতে শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন জরিপে ৪০নং ব্রাহ্মণচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম খোকনকে লিখিতভাবে নির্বাচিত করা হয়েছে।

জানা যায়, উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরিপ চালিয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহারে উদ্বুদ্ধ করা, বাথরুম নির্মাণ, বিদ্যালয়ে দেয়াল নির্মাণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখায় অবদান, বিদ্যালয়ে সৌন্দর্যবর্ধনে ফুল ও ফলদবৃক্ষ রোপণ, খেলাধুলার সামগ্রী বিতরণ, কাব দল গঠনসহ ব্যক্তিগত অর্থায়নে বিদ্যালয়সমূহ ও শিক্ষার্থীদের মানোন্নয়নের মধ্যে সর্বোচ্চ নাম্বার পাওয়ায় শহিদুল ইসলাম খোকন শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়