বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

৫ দফা দাবিতে পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
মেহেদী হাসান ॥

৫ দফা দাবিতে কচুয়ায় ত্রাণ, পুনর্বাসন ও প্রকল্প বাস্তবায়ন বিভাগ (পিআইও)-এর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ দ্বিতীয় দিনের মত অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার দাবি আদায়ের লক্ষ্যে সকল কর্মকর্তা-কর্মচারী সকাল ৮-১২টা পর্যন্ত অফিস প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আশেকুর রহমান জানান, দাবি আদায়ের লক্ষ্যে বুধবারও অনুরূপ কর্মসূচি পালন করা হবে। ৫ দফা দাবিগুলো হচ্ছে : দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদণ্ডনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্য পদে পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ। এ সময় অবিলম্বে এ দাবি বাস্তবায়নের মাধ্যমে ত্রাণ ও পুনর্বাসন বিভাগে কর্মতৎপরতা ফিরিয়ে আনার দাবি করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়