প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
মতলব পৌরসভার উদ্দমদী গ্রামে সম্পত্তি দখলের ঘটনায় চাঁদপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন নাসিমা আক্তার। সেমতে গত বৃহস্পতিবার মামলার আসামী বোরহান উদ্দিন সুফিয়ান (৫২)কে থানা পুলিশ আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।
জানা যায়, গত ২৮ আগস্ট নাসিমা আক্তারের সম্পত্তিতে সুফিয়ান গং জোরপূর্বক বিভিন্ন ধরনের গাছ কেটে জায়গা দখল নিতে গেলে তাদেরকে বাধা প্রদান করা হয়। এতে সুফিয়ান গং ক্ষিপ্ত হয়ে তাকে গালমন্দ ও বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদান করে। পরের দিন ২৯ আগস্ট ওই সম্পত্তিতে জোরপূর্বক গাছ রোপণ করতে গেলে নাসিমা বাধা প্রদান করেন। পুনরায় সুফিয়ান গং ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দা-ছেনি নিয়ে মারধর করতে গেলে নাসিমা গং পালিয়ে রক্ষা পান। পরে একই এলাকার আব্দুল হাই ও হুমায়ুন কবিরকে মারধর করে। তাদের অবস্থা বেগতিক দেখে তাদেরকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়।
নাসিমা আক্তার জানান, ওই এলাকার বোরহান উদ্দিন সুফিয়ান, মোঃ কাইয়ুম দেওয়ান, মোঃ কাসেম দেওয়ানসহ ৪/৫জন আমার ওপর হামলা করে। আমাকে রক্ষা করতে গিয়ে এলাকার আব্দুল হাই ও হুমায়ুন কবির আহত হন। সুষ্ঠু বিচারের আশায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বিজ্ঞ আদালতে সিআর মোকদ্দমা মূলে তাকে আটক করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।